ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

রবার্ট ক্ল‍াইভ ও এফ কেনেডির মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
রবার্ট ক্ল‍াইভ ও এফ কেনেডির মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২২ নভেম্বর ২০১৫, রবিবার। ৮ অগ্রহায়ণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৯৪৩ – লেবানন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
•    ১৯৫৪ – যুক্তরাষ্ট্রের হিউম্যান সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

জন্ম
•    ১৭৮৭ -  ডেনিশ ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত রাস্‌মুস রাস্ক।
•    ১৮৮৬ - প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক ও দেশপ্রেমিক বেণী মাধব দাস।
মৃত্যু
•    ১৭৭৪ - ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালনকারী রবার্ট ক্লাইভ।
•    ১৯৪৪ – বিজ্ঞানী আর্থার স্ট্যানলি এডিংটন।
•    ১৯৬৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি জন এফ কেনেডি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।