ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

এ কি ফুল, নাকি মাছ?

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এ কি ফুল, নাকি মাছ? ব্লু ড্রাগন

ছবিটা দেখলে নয়ন জুড়িয়ে যাবে। আহা কি সুন্দর, মনকাড়া এর গায়ের রঙ! নীলাভ-শাদা, ফুটিঅলা আর পাপড়িছড়ানো।

প্রথম দেখায় একে মনে হবে দুর্লভ কোনো ফুল। না, ফুল নয়, এটা এক সামুদ্রিক মাছ। মূলত জেলিমাছ খেয়েই এরা বাঁচে। এটাই ওদের প্রধান খাদ্য। ঢেউয়ের ধাক্কায় অস্ট্রেলিয়া উপকূলে এসে পড়েছে মাছটি। তাতেই পড়ে গেছে হৈ-চৈ। এমন মাছ কস্মিনকালেও দেখেনি কেউ। তবে জীববিজ্ঞানীদের কাছে এটি বিরল প্রজাতির হলেও অচেনা নয় মোটে।

অদ্ভুতুড়ে আর অনিন্দ্য চেহারার এই মাছটির নাম ব্লু ড্রাগন। এর বৈজ্ঞানিক নাম গ্লাউকাস আতলান্তিকাস (glaucus atlanticus)। অগভীর পানিতে সচরাচর ওদের দেখা মেলে না। ওরা থাকে সমুদ্রের অনেক গভীরে মানুষের দৃষ্টিসীমার অনেক বাইরে। পত্রিকায় ছবি ও ভিডিও আপলোড করে এই মাছের তত্ত্ব-তালাশ করার পাশাপাশি ‘এটা আসলে কি?’ –এই প্রশ্নটিও রাখা হয়েছে: ‘What is it? Weird glowing blue sea creature that eats jellyfish washes up on Australian beach .’

এমনিতে কিন্তু জেলিফিশের ভয়ঙ্কর বলে কুখ্যাতি আছে। এদের লেজের হুল ফোটালে এর বিষে যে কোনো মানুষ বা শিকারিমাছের নিশ্চিত মৃত্যু। কিন্তু এই ব্লু ড্রাগনের কাছে জেলিমাছের হুল রীতিমতো নস্যি। জেলিফিশের হুল বিঁধলেও আশ্চর্য এক কারণে কিছুই হয় না এদের। কারণ তীব্র বিষও এদের শরীরে কোনো ক্রিয়াই করে না।

এছাড়া ব্লু ড্রাগনের নিজেরও আছে ভয়ঙ্কর বিষাক্ত হুল। কোনো কারণে এর হুল মানুষের গায়ে বিঁধলে প্রাণ নিয়েই টানাটানি। সবচে মজার ব্যাপার ওদের চলাফেরা করার অদ্ভুত ধরন। এরা পানিতে যখন ভেসে বেড়ায় তকণ ওদের মুণ্ড থাকে নিচের দিকে আর লেজটা থাকে উপর দিকে ---আলম্ব অবস্থায়। উল্টো সিধে বুঝিবা একেই বলে!

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
জেএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।