ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

টাটকা ফুলের পশুপাখি

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
টাটকা ফুলের পশুপাখি

শিল্প লুকিয়ে থাকে সবকিছুতেই। সেগুলো খুঁজে বের করতে বা গড়ে নিতে প্রয়োজন শুধু সৃজনশীল মন।

ফুল দিয়ে পশুপাখি বানিয়ে চমৎকার শিল্প তৈরি করা যায়- এ ভাবনাও বাস্তবে রূপ দিয়ে ফেলেছেন বিশ্বের নানা প্রান্তের ফুলের দোকানিরা। এই উপহার আবার দারুণ জনপ্রিয়।

শুনে চমকে যাওয়ার কিছু নেই। সত্যিই ফুল দিয়ে তারা তৈরি করেছেন নানারকম পশুপাখি। দেখে নেওয়া যাক সেরকম কিছু ফুলের তৈরি পশুপাখি।
 

সিংহ
সহজ দিয়েই শুরু করা যাক। এই সিংহটি নিঃসন্দেহে খুব সুন্দর, তবে এটা তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। দু’রঙের গাঁদা দিয়েই এটা বানানো যায়।  

পরের সিংহটি আরো সুন্দর। যেকোনো মানুষই এমন একটা সিংহ উপহার পেলে ঘাবড়ে যাওয়ার বদলে দারুণ খুশি হবেন।


টেডি বিয়ার
টেডি বিয়ার আর ফুল- দুটোই উপহার হিসেবে খুব জনপ্রিয়। তাই ফুল দিয়েই যদি টেডি বিয়ার বানানো হয়, সেটা নিঃসন্দেহে এমনই চমৎকার উপহার হবে।

এমন সুন্দর করে যদি একটা টেডি বিয়ার কারোর দিকে তাকিয়ে থাকে, তাহলে তার মনটাই ভালো হয়ে যাবে। আর সেই টেডি বিয়ারটা যদি আবার একটা ফুল হাতে নিয়ে বসে থাকে শুভেচ্ছা জানাতে, তাহলে তো কথাই নেই।


খরগোশ
এই খরগোশটা ভীষণ সুন্দর, এবং সে কারো মন ভালো করে দিতে পারে- সে বিষয়ে কারো দ্বিমত থাকার কথা নয়।
দুটো খরগোশও দেখতে বেশ লাগে কিন্তু।


হাতি
হাতিই বা বাদ থাকবে কেন? ফুল দিয়ে তৈরি করা যায় এমন মিষ্টি দেখতে হাতিও।


মুরগি ছানা
এভাবে বানানো যেতে পারে দুটো ফুলের মুরগির ছানা। দেখতে দারুণ লাগছে না?


কুকুর
যাদের পোষা কুকুর আছে কিংবা যারা কুকুর পছন্দ করেন, তাদের জন্য এমন একটা কুকুরছানা হতে পারে দারুণ উপহার।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।