ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

হাতে বই, তবে বিক্রির জন্য!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
হাতে বই, তবে বিক্রির জন্য! ছবি: কাশেম হারুন, ডেপুটি চিফ অব ফটো করেসপন্ডেন্ট

ঢাকা: বছর ছয়-সাতের দুই শিশু শাকিল ও রাজু। বয়সটাই বুকে বই জাপটে ধরে এক দৌড়ে স্কুলে যাওয়ার।

আবার ছুটি হলে হই-হুল্লোড় করতে করতে ফিরবে বাড়ি।

কিন্তু যে বয়সে ‍হাতে বই নিয়ে রং-বেরঙের রাজ্যে হারিয়ে যাওয়ার কথা, সেই বয়সে বেছে নিতে হয়েছে বই বিক্রি।  

সম্প্রতি এ দুই দুরন্ত শিশু ধরা পড়লো আলোকচিত্রী কাশেম হারুনের ক্যামেরায়। রোজকার পেশাগত ব্যস্ততার তাড়া তো ছিলই, তাই কোথায় বাড়ি, কেন এ পেশায়- জানা গেল না কিছুই।


কথায় রয়েছে, একটি ছবি হাজার শব্দের কথা বলে। তাই ওদের হাতে বই এবং সেটা যে বিক্রির জন্য, এটা বুঝতে কারোরই তেমন সমস্যা হওয়ার কথা নয়!

পরিসংখ্যান বলছে, লাখো শিশু পুরোপুরিই শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত। আবার তার চেয়েও বেশি শিশুরা প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই ঝরে পড়ে।


শাকিল-রাজুর বয়স থেকেই অসংখ্য শিশুরা বাস্তবতার কষাঘাতে কর্মজীবন শুরু করে দেয়। কোনো হোটেলে টেবিল মুছে কিংবা বাসের হেলপারি করতে করতে ঢেকে যায় তাদের রঙিন শৈশব।  


বিভিন্ন মানবাধিকার সংগঠন শিশুদের কাঙ্ক্ষিত শৈশব ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে। তাদের দাবি, বইসহ শিশুরা ফিরুক স্বস্থানে।   

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।