ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাস্তবে হরর গল্পের ভূত-প্রেত!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
বাস্তবে হরর গল্পের ভূত-প্রেত!

ঢাকা: আধুনিক চারুশিল্পে ফেইস পেইন্টিং দখল করে নিয়েছে বিশেষ স্থান। বহির্বিশ্বে অনেকে শখের বসে কাজটি করে থাকলেও পরবর্তীতে এটাকেই বেছে নিয়েছেন পেশা হিসেবে।



লন্ডনের স্টেলা লুনা মে এমনই একজন। নিজ প্রচেষ্টায় শিখেছেন ছবি আঁকা। গত দুই বছর ধরে তিনি এমন কিছু রহস্যময় ফেইস পেইন্টিং করেছেন যা বেশ প্রশংসা কুড়িয়েছে।

স্টেলা তার এ ফেইস পেইন্টিংগুলোতে বেছে নেন হরর কাহিনীর কাল্পনিক চরিত্রগুলো। দেখে মনে হবে, যেন হরর গল্পের ভূত-প্রেত, শয়তান আর ডাইনিরা বাস্তবে দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে স্টেলার বক্তব্য, আমি সবসময় ভৌতিক ব্যাপারে অনুপ্রাণিত হই। এ অন্ধকার জগতের আড়ালে কত মজার কিছু খুঁজে পাই।

২১ বছর বয়সী এ শিল্পী আরও বলেন, আমার শিক্ষক আমি নিজেই। খাওয়ার মতোই ছবি আঁকা আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।

স্টেলাকে নিয়ে অনেক কথা হলো, এবার দেখে নিই ভূত-প্রেতের ফেইসগুলো।


স্টেলা এই ফেইস পেইন্টিংটির নাম দিয়েছেন ‘টি টাইম’। ভাবুনতো, টি-শপে গিয়েছেন চা খেতে। ঠিক আপনার পাশের টেবিলেই বসে রয়েছে এক জম্বি। তার সামনে রাখা চায়ের কাপে চায়ের বদলে রয়েছে তাজা রক্ত। জম্বি তাতে চুমুক দেওয়ার পরই রহস্যময় ভঙ্গিতে তাকালো আপনার দিকে। তার ঠোঁট বেয়ে পড়ছে রক্তের ফোঁটা। কী করবেন আপনি তখন! জানি, এমনটা ভাবতেও চান না!


মানুষের মতো যদি ভূত-প্রেতের জগতও আলাদা হয়, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে রয়েছে প্রেম-ভালোবাসার মতো ব্যাপারও! তাই হয়তো ভালোবাসায় পাগলপ্রায় এ ডাইনিটি রঙিন তুলিতে রাঙিয়ে দিচ্ছে সাদা গোলাপ। পেইন্টিংটির নাম ‘এ ম্যাড লাভ অ্যাফেয়্যার’।


ফিকশনাল চরিত্র আইভি। সে ছিল সুপার হিরো ব্যাটম্যানের শত্রু ।


স্টেলা পেইন্টিংয়ে শয়তানের চরিত্রও বাদ রাখেননি। নিজের হাতে মডেলের মুখে ফুটিয়ে তুলেছেন শয়তানের হাসি। পেইন্টিংটির নাম ‘হাউ দ্য ডেভিল আর ইউ’।  


 ‘চেশার ফস’ চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে, এখনই ঘাড় মটকে দেবে!


দিনদুপুরে ভূতের হাসি! ‘মাহাহা’ যে দাঁত বের করে হাসছে। তবে কপালে তার ভাঁজ কেন, কোথায় লুকিয়ে রয়েছে রহস্য!


সমুদ্র ডাইনির কথা আশা করি মনে আছে সবার। এ ডাইনিই কেড়ে নিয়েছিল ছোট্ট মৎসকন্যার সুমধুর কণ্ঠস্বর।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।