ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সৌরজগতেই বসবাস!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
সৌরজগতেই বসবাস!

ভাবুন তো আপনার শোবার ঘরটি দিনের বেলায় সাদামাটা পরিপাটি একটি ঘর। আর রাতে বাতি নেভানোর পর হয়ে গেল মহাশূন্য!

আপনার চারপাশে দেখা যাচ্ছে উজ্জ্বল ছায়পথগুলো।

সঙ্গে গ্রহ প্রদক্ষিণ করছে আপনাকে। দেখা যাচ্ছে নীলচে তারার আলোও।


শুনতে অদ্ভুত লাগলেও তা সত্যি। এমনই এক অসম্ভবকে সম্ভব করেছেন ইউরোপিয়ান এক শিল্পী। নাম বোগি ফেবিয়ান।


দেয়ালে সিরামিক পেইন্টিংয়ের মাধ্যমে তিনি ঘরের পরিবেশকে করে তুলেছেন বিচিত্র।


নিজের অসাধারণ এই শিল্প সম্পর্কে বোগির উক্তি- ‘আমি দেয়াল ও মেঝে রং করার মধ্য দিয়ে স্বপ্নিল পরিবেশ তৈরি করতে চেষ্টা করেছি। এবং তা কোনো শক্তির ব্যবহার না করেই। ’


সৃজনশীল অঙ্কন পদ্ধতি ছাড়াও আলোকচিত্র, গ্রাফিক্স ও থ্রিডি ডিজাইনেও ভালো দখল আছে ৩০ বছর বয়সী এই শিল্পীর।


ইতোমধ্যে তার এই ভিন্নধর্মী ইন্টেরিয়র ডিজাইন নজর কেড়েছে সবার। এ সম্পর্কে তার বিশ্বাস- ব্যতিক্রমধর্মী এই ইন্টেরিয়র ডিজাইনগুলো প্রত্যেকটিই তাদের নিজস্বতা বহন করছে।


এই পরিবেশে যারা থাকবে তাদের জন্য সময়গুলো হবে বিচিত্র অভিজ্ঞতাপূর্ণ।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।