ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

গিরগিটির কত রূপ, কত রং

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
গিরগিটির কত রূপ, কত রং

ঢাকা: গিরগিটি মানেই রঙের রাজত্ব। কখনো উজ্জ্বল সবুজ, কখনো ঝলমলে হলুদ, আবার কখনো মিশ্ররঙের।


 
শান্ত স্বভাবের এই প্রাণীটি শিকারের বেলায় চঞ্চল হয় না মোটেই। জায়গামতো বসে থাকে। মনের মতো শিকার পেলে বাড়িয়ে দেয় জিভ। শিকার নিজেই কব্জা হয় তার আঁঠালো জিহ্বায়। চলুন জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে:


ওর নাম কার্পেট গিরগিটি। গিরগিটির মধ্যে সবচেয়ে উন্নত প্রজাতির। এদের সন্ধান মেলে মাদাগাস্কারে। লম্বায় ৫-৮ ইঞ্চি পর্যন্ত হয়। কার্পেট গিরগিটির রং মূলত সবুজ ও হলুদ রঙের মিশ্রণ। পায়ে ও চোখের কোটরে নীলাভ ভাব রয়েছে।


ফিশার’স গিরগিটিরা একেবারেই ভিন্ন প্রজাতির গিরগিটি। এদের মাথার সামনের অংশ একটু চোখা ও দুটো শিং আছে। গায়ের রং কালচে সবুজ।


ফ্লাপনিক গিরগিটি সাধারণত দক্ষিণ ও মধ্য আফ্রিকাতে দেখা যায়। এ প্রজাতির গিরগিটির রং সবুজ, বাদামি অথবা হলুদ হতে দেখা যায়। সারা শরীরে ডোরা দাগ আছে এদের।


আফ্রিকার সাহারা মরুভূমিতে দেখা মেলে গ্রেসফুল গিরগিটির। বসবাস সেনেগাল থেকে ইথিওপিয়া অঞ্চলজুড়ে। এই প্রজাতির গিরগিটি ১২ থেকে ১৫ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়।


রঙিন গিরগিটিদের ভেইলড গিরগিটির নাম রয়েছে। এরা সাধারণত সবুজ, হলুদ ও গাঢ় লাল। তবে যখন এরা রেগে যায় তখন এদের শরীরে কারো ফোটা ফোটা দাগ দেখা দেয়।

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।