ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

মোমবাতি কত সুন্দর-২

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
মোমবাতি কত সুন্দর-২ ছবি : সংগৃহীত

বাড়িতে আলোর ব্যবস্থা করতে আমরা নানা রকম লাইটের ব্যবহার করলেও মোমবাতির প্রয়োজনীয়তা কিন্তু রয়েই যায়। বিভিন্ন উৎসবে বা ঘরের পরিবেশকে মোহনীয় করে তুলতে মোমবাতির জুড়ি নেই।

বহু আগে থেকেই বিভিন্ন ডিজাইনের মোমবাতি ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে পাওয়া যাচ্ছে আরও নান্দনিক ও সুন্দর নানা রকম মোমবাতি। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেগুলোতে।


দেখে নিন আপনার শিরদাঁড়া দেখতে কেমন!


বাদুড় দেখেন নি নিজ চোখে? ব্যাটম্যান শ্যাডো ক্যান্ডেল হোল্ডারে মোমবাতি জ্বালিয়েই দেখুন দেয়ালে উড়তে থাকবে বাদুড়।


লাল সবুজ তরমুজের মততো মোমবাতিটা খুব সুন্দর তাই না?


বোতলের ছিপিতে আগুন লেগে গেছে! আরে না, এটাও একটা মোমবাতি। শেপটা বোতলের ছিপির মতো।


হাতের শেপের মোমবাতিগুলো কেমন? একটু অন্যরকমই কি বলেন?


ইস্ কি ইয়াম্মি দেখাচ্ছে বিস্কুটগুলোকে! চলুন একবার চেখে দেখি! আসলে আমি মজা করছিলাম। এটাও মোমবাতি। নাম ম্যাকারন ক্যান্ডেল।


কি অদ্ভ‍ুতুড়ে মোমবাতি দুটো তাই না!


কে লাগালো টুকটুকে লাগ ডাইনোসরের লেজে আগুন!


এত সুন্দও চার্চটা পুড়ে যাচ্ছে! না বন্ধুরা এটা নরওয়ের বিশেষ কালো মোমবাতি।


বেবি হেড ক্যান্ডেল।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।