ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সত্যিকারের রাপানজেল! (ভিডিও)

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
সত্যিকারের রাপানজেল! (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: ছোটবেলায় রাপানজেলের গল্প শোনেনি এমন কাউকে খুঁজে মেলা ভার। সুন্দরী রাজকুমারী রাপানেজেলের ছিল লম্বা চুল।



সেই চুল এতটাই লম্বা যে, চুল বেয়ে উঁচু দালানে উঠে যেতো রাজকুমার। তবে গল্প তো গল্পই। এতো বড় চুল হয় নাকি বাস্তবে!

যদি বলি, বাস্তবেও রয়েছে রাপানজেল। তবে কি কেউ বিশ্বাস করবে! না করারই কথা। কারণ এসময় এত বড় চুল কেইবা রাখবে! আর তার যত্ন, সেটাই বা হবে কেমন করে!



সব জল্পনা-কল্পনাকে অতীত করে শোনা যাক সত্যিকারের রাপানজেল আশা ম্যান্ডেলার  গল্প। প্রায় পঞ্চান্ন ফুট লম্বা বাস্তবের এ রাপানজেলের চুল। ডাক্তার তার চুলের ব্যাপারে শঙ্কিত হলেও, আশা বেশ দাপটের সঙ্গেই বয়ে বেড়াচ্ছেন দীর্ঘ ঘন কালো কেশ।

তার ডাক্তার তিনটি প্রায় বড়সড় পাথরের ওজনের সমান চুল সম্পর্কে বলেছেন, এই পরিমাণ ভার তার শরীরকে প্যারালাইজড করে দিতে পারে।


তবে কে শোনে কার কথা! ৪৭ বছর বয়সী আশা বলেই দিলেন, কোনমতেই তিনি চুল কাটবেন না।
 
আশা বলেন, আমার চুল আমার নিজেরই এক অংশ। এটা আমার জীবন। এ চুল কেটে ফেলা আর আত্মহত্যা করা একই ব্যাপার।


এর মধ্যে, আশা তার দীর্ঘ চুলের জন্য ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খেতাব পেয়েছেন। তিনি তার চুলকে সন্তানের মতোই ভালোবাসেন। শুধু তাই নয়, তার ক্যান্সার, দু’বার হার্ট স্ট্রোক ও হার্ট অ্যাটাকের হাত থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে সব কৃতিত্ব চুলকেই দিতে চান।

তবে এত বড় চুলের যত্ন নেওয়া তো আর যেই সেই কথা নয়! তার চুল পরিষ্কার করতে ও শুকাতে লাগে দু’দিন।


আশা জানান, ডাক্তার বলেছেন, তার মেরুদণ্ডে সামান্য বাঁকাভাব দেখা যাচ্ছে। যার জন্য তার চুলই দায়ী।


গত ২৫ বছর ধরেই আশা তার চুলকে যত্নে বড় করছেন। কিভাবে প্রাণপ্রিয় এ চুলকে কেটে ফেলবেন ব্যাপারটি তার নিজের কাছেই এক বিস্ময়!



বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।