ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বিশ্বের সবচেয়ে বড় ১০ অ্যাকুয়ারিয়াম

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বিশ্বের সবচেয়ে বড় ১০ অ্যাকুয়ারিয়াম ছবি : সংগৃহীত

ঢাকা: অ্যাকুয়ারিয়াম অনেকেরই শখের জিনিস। পানিভর্তি কাঁচের ছোট বাক্সে পছন্দসই মাছকে পুরে রাখা হয়।



অ্যাকুয়ারিয়াম সাধারণত বাড়ির ড্রইংরুম বা শোবার ঘরে শোভা পায়। কিন্তু বিশ্বে এমন কিছু অ্যাকুরিয়াম রয়েছে যা দেখতে হলে আপনাকেই স্বয়ং যেতে হবে সেখানে।

বড় অ্যাকুয়ারিয়াম হলে মাছগুলো তো বড় হবেই! হ্যাঁ, তাতে শোভা পাচ্ছে বড় বড় সব মাছ। আপাতত ছবিতে দেখে নিন, পরে না হয় নিজেই গিয়ে দেখে আসবেন!

অ্যাকুয়াডোম

সিলিন্ডার আকৃতির এ অ্যাকুয়ারিয়ামটি গঠনের দিক থেকে ভিন্নমাত্রিক ও দৃষ্টিনন্দন। বার্লিনের রেডিসন হোটেলের ভেতরে এটির দেখা মিলবে। ২৫ মিটার উঁচু এ অ্যাকুয়ারিয়ামটি এক মিলিয়ন লিটার পানি দিয়ে ভর্তি। এতে রয়েছে দুই হাজার ৬শ’ প্রজাতির জলজ প্রাণী। আর ভেতরে রয়েছে বিশেষ লিফটের ব্যবস্থা, যেন উপর থেকে নিচ পর্যন্ত মনের মতো করে দেখা যায়।

সাংহাই ওশেন অ্যাকুয়ারিয়াম

এশিয়ার বৃহত্তম অ্যাকুয়ারিয়ামগুলোর মধ্যে এটি অন্যতম। পানির ৫শ’ নয় ফুট গভীরে অবস্থিত এ অ্যাকুয়ারিয়ামে কোনো হিংস্র প্রাণী নেই।

ইউসাকা মেরিন ওয়ার্ল্ড

দক্ষিণ আফ্রিকার ইউসাকা মেরিন ওয়ার্ল্ড আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় অ্যাকুয়ারিয়াম। সমুদ্রের গভীরে অবস্থিত এ মেরিন ওয়ার্ল্ড দেওয়ালে লাগানো হাঙরের অ্যাকুয়ারিয়ামের জন্য প্রসিদ্ধ।

ন্যাশনাল অ্যাকুয়ারিয়াম, বাল্টিমোর

১৯৮১ সালে যাত্রা শুরু হয় এ অসাধারণ অ্যাকুরিয়ামটির। প্রতিবছর এখানে ১.৫ মিলিয়ন মানুষের সমাগম ঘটে। এতে রয়েছে এক মিলিয়ন গ্যালনেরও বেশি পানি এবং এর ছাদ চিরহরিৎ গাছ দিয়ে সাজানো। অ্যাকুয়ারিয়ামটিতে ৬শ’ ৬০ প্রজাতির সাড়ে ১৬ হাজার প্রাণী রয়েছে।

এন্টেরারি বে একুরিয়াম

ক্যালিফোর্নিয়ার মন্টেরারি ক্যানারি রোতে এ বিখ্যাত অ্যাকুয়ারিয়ামটি অবস্থিত। এর প্রত্যেকটি ট্যাঙ্কে রয়েছে এক দশমিক দুই মিলিয়ন গ্যালন পানি।

তুর্কুয়াজো

২০০৯ সালে তুরস্কে এটির যাত্রা শুরু হয়। এখানে প্রায় ১০ হাজার সামুদ্রিক প্রাণী রয়েছে।

এল ওশেনোগ্রাফিক

দৈত্যাকৃতির এ অ্যাকুয়ারিয়ামটির দেখা পাবেন স্পেনে। এটিই ইউরোপের সবচেয়ে বড় অ্যাকুয়ারিয়াম। আধুনিকভাবে সজ্জিত এ অ্যাকুয়ারিয়ামে রয়েছে ৪৫ হাজার সামুদ্রিক প্রাণী।

দ্য ওয়াকিনাওয়া কুরাউমি অ্যাকুয়ারিয়াম

এ অ্যাকুয়ারিয়ামকে কুরাউশিউ সি বলা হয়। এখানে এলে খুব কাছ থেকে পাওয়া যাবে তিমি আর হাঙরের দেখা।

দুবাই মল অ্যাকুয়ারিয়াম

মল পৃথিবীর অন্যতম বড় অ্যাকুয়ারিয়ামগুলোর মধ্যে একটি। এতে রয়েছে ৩৩ হাজার প্রাণী। এর মধ্যে হাঙর রয়েছে ৪শ’টি। এটি ওয়াকিনাওয়া অ্যাকুয়ারিয়াম থেকেও অনেক বড়।

জর্জিয়া অ্যাকুয়ারিয়াম

২০০৫ সালে দর্শনার্থীদের জন্য চালু হয় এ অ্যাকুয়ারিয়ামটি। আকারের দিক থেকে এটির অবস্থান সবার শীর্ষে। এটি হাঙরদের অভয়ারণ্য বলে খ্যাত। এছাড়াও রয়েছে তিমিসহ অসংখ্য সামুদ্রিক জীব।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।