ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

কুকুর বাঁচালো মনিবের প্রাণ! (ভিডিও)

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
কুকুর বাঁচালো মনিবের প্রাণ! (ভিডিও)

ঢাকা: শুধু মানুষ নিজেই কেন? পোষা প্রাণীও হতে পারে মানুষের পরম বন্ধু।

আর কুকুর যে বরাবরই মানুষের বন্ধু তা প্রমাণ হলো আরও একবার।

নিজের মালিককে পানিতে ডুবে যেতে দেখে তড়িঘড়ি করে ঝাঁপ দিল হ্রদের জলে। আলতো করে তার হাত নিজের মুখে ধরে নিয়ে এলো তীরে।

এই পুরো ঘটনাটি ভিডিও করেছেন ডুবে যাওয়া লোকটির বন্ধু। উদ্ধার পাওয়ার পর ক্যামেরার দিকে তাকাতেই চট করে হেসে দিলেন তিনি।

এই ভিডিওটি দেখে কুকুরটির ভক্ত বনে গেছেন অনেকেই। একজন তো কমেন্ট করে বসলেন, পোষা কুকুরটি তো খুব চমৎকার!

তবে দৃশ্যটি কোথা থেকে ধারণ করা হয়েছে ও ক্যামেরাম্যান বা ধারণ করা ব্যক্তির নাম কি তা জানা যায়নি।


ক্যামেরার ধারণ করা দৃশ্যে হ্রদের জলে ডুবে যাওয়া ব্যক্তিটি।


এ কি কা-! মনিব যে ডুবে যাচ্ছেন গভীর জলে!


দেরি না করে তাৎক্ষণিকভাবেই হ্রদে ঝাঁপ দিল কুকুরটি।


মুখ দিয়ে মনিবের হাত ধরে দক্ষতার সাথেই টেনে তুললো কুকুরটি।


পাড়ে উঠেই আবেগে হেসে আদর করলেন প্রিয় কুকুরটিকে। আর অন্যদিকে ক্যামেরার পেছন থেকে দৃশ্যটি দেখে হাসছিলেন তার বন্ধু।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।