ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

পনির না প্ল্যাস্টিক...পুড়লেও গলে না!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
পনির না প্ল্যাস্টিক...পুড়লেও গলে না!

পনিরপ্রেমিরা দোকানে একটু শক্ত পনির পেলে খুশিই হন। রেখে খাওয়া যায়।

কিন্তু তাই বলে এত শক্ত যে পুড়লেও গলবে না! মেক্সিকোর এক পাচক খাবার বানাতে গিয়ে দেখলেন সুপারমার্কেট থেকে কিনে আনা পনির প্যানে গলছে না। এরপর পরীক্ষা করতে জলন্ত আগুনের ওপর ধরলেন। তাতেও পুড়ছে না পনির! বরং কালচে রং ধরেছে।

জোস রল রিস নামের ওই পাচক এর ভিডিও করে অনলাইনে তুলে দেন। এরপর আসতে থাকে হাজারো মন্তব্য। অনেকেই মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রণালয়ের কাছে এই পনির নিষিদ্ধ করার দাবি তোলেন। একজন মন্তব্য করেন, ক্যান্সারের রোগী যে দিন দিন বাড়ছে তা এই কারনে।

বাংলাদেশ সময় ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।