ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বরফের শহর!

শিমনউজ্জামান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
বরফের শহর! ছবি: সংগৃহীত

ঢাকা: ভাস্কর্য বলতেই চোখের সামনে ভেসে ওঠে কঠিন পাথর ঠোকা সুদৃঢ় এক নির্মাণ। কিন্তু ভঙ্গুর আর গলনশীল বরফের ভাস্কর্য যেন বিস্ময়ের ঘোর লাগিয়ে দেয়!

 

শীতপ্রধান দেশগুলোতে বরফের ভাস্কর্যের প্রদর্শনী হয়ে থাকে।

এর মধ্যে চীনের হেইলংজিয়াং প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হার্বিন, বরফের ভাস্কর্য উৎসবের জন্য বিশ্বখ্যাত।

 

সেদেশে উৎসবটি ১৯৬৩ সালে প্রথম শুরু হয়। এরপর দেশটির সাংস্কৃতিক বিপ্লবের সময় অনিয়মিতভাবে চলতে থাকে এবং ১৯৮৫ সাল থেকে নিয়মিত হয়। ২০০১ সালে হার্বিন আইস ফেস্টিভ্যাল, হেইলংজিয়াং স্কি ফেস্টিভ্যালের সঙ্গে যোগ হয়ে বিশ্বের সবচেয়ে বড় বরফের ভাস্কর্য উৎসবের খেতাব পায়।

 

প্রতিবছর মাসব্যাপী এ আয়োজনটি জানুয়ারির ৫ তারিখে শুরু হয়। এবছর চলছে উৎসবটির ৩১তম উদযাপন।

 

ভাস্কর্যগুলো জমাট বাঁধা তুষার কিংবা পাশ্ববর্তী সংঘুয়া নদী থেকে তুলে আনা বরফের চাঁই থেকে তৈরি করা হয়। কৃত্রিমভাবে বরফ তৈরি করেও বানানো হয় ভাস্কর্য। শিল্পীরা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসের হাড়কাঁপা শীতের মধ্যে ভাস্কর্যগুলো বানিয়ে থাকেন।  

 

চলুন ছবিতে ঘুরে আসি বরফের ভাস্কর্য উৎসব।

 

বরফের প্রাসাদ, ফটকে দাঁড়ানো বরফের ঘোড়া-গাড়ি!

কোটি দর্শকের বিস্ময় জাগানিয়া বরফ কীর্তি।

ধাঁধার বরফ, বরফের ধাঁধা।

দেখে মনে হয়, যাত্রা বিরতি শেষ, এখনই ধোঁয়া তুলে ছেড়ে যাবে আন্তঃনগর তুষারশুভ্র! 

 

প্রতিবছর যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, জাপানসহ বিশ্বের নানা প্রান্তের ভাস্করেরা ছুটে আসেন তাদের নৈপুণ্য প্রদর্শন করতে।

সাজানো শহর, শহরের অলি-গলি। সাত হাজারেরও বেশি শিল্পীর পরিশ্রমসাধ্য নিবেদন এ বরফের শহর!

পৃথিবীর বিখ্যাত সব স্থান আর স্থাপনার অনুকরণে বরফের রেপ্লিকা দিয়ে নির্মিত বরফের শহর।  

বরফের আরামকেদারায় হিম অবসর!

 

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।