ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বুনো হাতির রোষানলে যাত্রীবাহী গাড়ি (ভিডিও)

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
বুনো হাতির রোষানলে যাত্রীবাহী গাড়ি (ভিডিও) সংগৃহীত

ঢাকা: সংবাদ মাধ্যমে আমরা মাঝেমধ্যেই দেখি, পাহাড়ি এলাকায় বুনো হাতি মানুষের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে বা লন্ডভন্ড করে ফেলছে গাছপালা। সম্প্রতি ঠিক এমনটিই ঘটল ব্যাঙ্ককের থাই ন্যাশনাল পার্কে।



সেদিন শহরটির খাও ইয়াই ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে একটি পরিবার গাড়ি চড়ে যাচ্ছিল। হঠাৎ দেখা গেল, পথের মাঝখানে একটি হাতি! গাড়ির ড্রাইভারও গতি কমিয়ে হাতির কর্মকাণ্ড বোঝার অপেক্ষায়।

কিছু বুঝে ওঠার আগেই হাতিটি তার সামনের দুই পা গাড়ির বনেটের ওপর তুলে দিয়ে সামনের অংশে বসে পড়ে। এরপর সে গাড়ির উপর দিয়ে লাফ দিয়ে নিজের মতো চলে যায়।

তবে এ ঘটনায় গাড়ির ভিতরের যাত্রীরা অক্ষত অবস্থাতেই ছিলেন বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা প্রাণ চাঞ্চল্যকর এ ঘটনার ভিডিও ধারণ করে ইউটিউবে পোস্টও করে দেন।

জানা গেছে, সেদিন পরিবারটি পার্কের পাশেই আয়োজিত জাতীয় শিশু দিবস পালনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। এ নিয়ে এরকম ঘটনা চলতি বছর দ্বিতীয়বার ঘটলো।

এর আগে, নতুন বছরের প্রথম দিনেও হাতির কবলে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে তা একই হাতির কাণ্ড কি-না নিশ্চিত নন কেউই।

এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, মাতৃত্বজনিত কারণে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ায় হাতিটি এমন আচরণ করতে পারে।




বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।