ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সত্যি দুঃসাহসিক পর্বতারোহণ!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
সত্যি দুঃসাহসিক পর্বতারোহণ! ছবি: সংগৃহীত

ভাবুন তো, কোনো সরঞ্জামাদি ছাড়াই কেউ তিন হাজার ফুট উঁচু পাথুরে পাহাড়ে আরোহণ করেছেন। আর দিব্যি ঠিকঠাক রয়েছেন তিনি।

৩৬ বছর বয়সী টমি কাল্ডওয়েল ও ৩০ বছর বয়সী কেভিন জর্জসন ইয়োসেমিটের এল ক্যাপিটান একশিলা বিশিষ্ট পর্বতের তিন হাজার ফুট অতিক্রম করেছেন শুধু হাত পায়ের সাহায্যে। যেখানে এ ধরনের পর্বতারোহণের ক্ষেত্রে ব্যবহৃত হয় দড়ি ও লোহার পেরেক!


জর্জসন ইন্সটাগ্রামের মাধ্যমে সম্প্রতি এ ছবিটি প্রকাশ করেন।


এই অসাধ্য কাজ সম্পন্ন করে ইতিহাসের সব রেকর্ড পেছনে ফেলেছেন কলোরাডো ও ক্যালিফোর্নিয়াবাসী টমি ও কেভিন। এর আগে কেউ কোনো প্রকার সরঞ্জাম ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে পর্বত আরোহন করেন নি।


পর্বতের ঝুলন্ত তাঁবুতে ঝলমলে রোদে কেভিন জর্জসন। ৩২টি পদক্ষেপের এই অ্যাডভেঞ্চারমূলক ঘটনার দিনগুলো তারা কাটিয়েছেন পর্বতের গায়ে টাঙানো ঝুলন্ত তাঁবুতে।


রোববার রাতে কাল্ডওয়েল।


টমি ও জর্জসন এখানে পৌঁছান শুক্র ও শনিবার। কাল্ডওয়েল পর্বতের ওপর গতিপথ বের করেন রোববার।


বামে বছর বয়সী কেভিন (৩০) ও ডানে বয়সী টমি কাল্ডওয়েল (৩৬)।


তিন হাজার ফুট উচুঁ এল ক্যাপিটান।

তারা এর আগেও এই অভিযান চালিয়েছিলেন। ২০১০ সালের অভিযানে ঝড়ের কবলে পড়ে তৃতীয় পদক্ষেপেই অভিযান থামিয়ে দিতে বাধ্য হন তারা। তার পরের বছরই তারা আবার ঐক্যবদ্ধ হন লক্ষ্য সফল করতে। তবে সেবার পরে গিয়ে কেভিনের গোঁড়ালি ভেঙে যাওয়ায় সেবাও তারা জয়লাভ করতে ব্যর্থ হন। তবে কিছুতেই দমে যাওয়ার পাত্র নন তারা। তাই ২০১৪ সালের বড়দিনের পরেই নেমে পরেছেন কাজে। এবং সফলভাবেই যাত্রাপথ অতিক্রম করেছেন।


পাহাড়ের গায়ে আহার।


দুঃসাহসী এই দুই ব্যক্তি শুধু পর্বত আরোহণই করছেন না, সেখানে বসে ফেসবুক ও টুইটারে তাদের আপডেট জানাচ্ছেন।


এল ক্যাপিটানে সর্ব প্রথম মানুষ পা রাখে ১৯৫৮ সালে।


 শুক্রবার জর্জসনের পদক্ষেপ।


এই পর্বত আরোহনের ৩২টি পদক্ষেপের কঠিন তিনটি পদক্ষেপই সম্পন্ন করেছেন এই দুই দুঃসাহসী।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।