ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বিএনপি কার্যালয়ে তিন বিড়াল ছানা!

নাজমুল হক ফয়সাল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বিএনপি কার্যালয়ে তিন বিড়াল ছানা! ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেশ কয়েকদিন হয়ে গেলো রাজধানীর পল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বলা যায় সম্প্রতি এই অফিসটি সম্পূর্ণ ভাবে নেতাকর্মী শূন্য রয়েছে।

তালাবদ্ধ অফিসটি বা তার আশপাশে দেখা মিলছে না দলটির নেতাকর্মীদের। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা হরতালের দিনও দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের ভিতরে গিয়ে নেতা-কর্মীদের পাওয়া যায়নি। তবে দেখা মিললো তিনটি বিড়াল ছানার। এই ছানাগুলোকে নিয়েই শুরু হলো হতাশ সংবাদকর্মীদের মধ্যে বিশেষ আগ্রহ। ওগুলো অবরুদ্ধ নাকি নিরাপত্তাবেষ্টনীতে সে নিয়ে হাস্যরসও চললো কিছুক্ষণ।

সকাল সাড়ে ৯ টায় অফিসটির সামনের ফটকে গিয়ে দেখা মিললো বিড়াল ছানাগুলোর। নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়ে মেঝেতে পড়ে থাকা পোস্টারের ওপর নিরবে ঘুমাচ্ছিলো ওগুলো।

বাদামী, কালো আর ধুসর রংয়ের তিনটি বিড়াল ছানা হালকা শীতে গোলাকার হয়ে একে অপরের সঙ্গে শরীর মিলিয়ে শুয়ে আছে।

এদিকে এই অফিসকে ঘিরে সার্বক্ষনিক কড়া নিরাপত্তায় রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিতরের তিন বিড়াল ছানার এমন পরিস্থিতি দেখে তারাও আনন্দ পাচ্ছেন। বিষয়টি নিয়ে কানাকানি করে মন্তব্য করছিলেন  আর হাসছিলেন তারা। সংবাদ কর্মীরাও কেউ কেউ তাদের মোবাইল ফোনের ক্যামেরায় বা পেশাদারি ক্যামেরায় বন্দী করছিলেন বিড়াল ছানাগুলোকে।

আশপাশে থেকে বিভিন্ন ধরনে মন্তব্য ভেসে আসছিলো কানে।

একজন বললেন, ভিতরে বিড়াল ছানাগুলো অবরুদ্ধ আছে। একজন বললেন, আইন-শৃঙ্খলা বাহিনীই বিড়াল ছানাগুলোকে কড়া নিরাপত্তা দিয়ে রেখেছে, কারন ওদেরওতো নিরাপত্তা প্রয়োজন। কেউ একজন বললেন, দলের নেতাকর্মীরা অফিসে আসতে না পারলেও বিড়াল ছানাগুলো তাদের দায়্ত্বি পালন করছে। একেকটি মন্তব্যে হেসে উঠছিলেন অন্যসবাই। তবে এই বিড়ালছানাদের নির্বিঘ্ন উপস্থিতিই বলে দেয়, বৃহস্পতিবারের সকালটি কেমন ছিলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘন্টা, জানুয়ারী ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।