ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে লোকালয় থেকে অজগর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
মোরেলগঞ্জে লোকালয় থেকে অজগর উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে লোকালয় থেকে ১১ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়ছে।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার আমুরবুনিয়া গ্রামেরে আল-আমিনের বসতবাড়ির মুরগির খোপ থেকে সাপটি উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বিষয়টি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অক্ষত অবস্থায় অজগর সাপটিকে উদ্ধার করে সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। সাপটি আল-আমিনের তিনটি মুরগি খেয়ে ফেলেছে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।