ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাগেরহাটে বিরল প্রজাতির সজারু উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
বাগেরহাটে বিরল প্রজাতির সজারু উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলার লোকালয় থেকে একটি বিরল প্রজাতির সজারু উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।  

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে সজারুটিকে অবমুক্ত করা হয়।

 

এর আগে, সকালে শরণখোল উপজেলার সোনাতলা গ্রামের আব্দুর ছালাম গাজীর বাড়ির পুকুর পাড় থেকে সজারুটিকে উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের স্বেচ্ছাসেবকরা।

আব্দুর ছালাম গাজী বলেন, সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি একটি সজারু জালে আটকে আছে। বিষয়টি দেখে আমি বনবিভাগ ও স্বেচ্ছাসেবকদের খবর দেই। তারা এসে সজারুটিকে উদ্ধার করে নিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা সজারুটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। সজারুটি বিলুপ্ত প্রায় প্রজাতির। এটা সচারচার দেখা যায় না। অবমুক্ত করা সজারুটির ওজন অন্তত চার কেজি।  

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।