ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

আবার কুয়াকাটায় ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
আবার কুয়াকাটায় ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

পটুয়াখালী: ফের কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি ইরাবতী ডলফিন। এটি প্রায় সাত ফুট লম্বা।

মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে প্রায় তিন কিলোমিটার পূর্বে ঝাউবন এলাকায় ডলফিনটিকে প্রথমে দেখতে পান জুয়েল রানা নামে এক ব্যক্তি।

জুয়েল জানান, ডলফিনটি বেশ কয়েকদিন আগে সাগরে মারা গেছে বলে মনে হচ্ছে। বিকেলে জোয়ারের পানিতে এটি ভেসে এসে বালুচরে আটকে যায়। এরই মধ্যে ডলফিনটির পেটের একটি অংশ ফেটে গেছে। একটি কানের এক অংশ কাটা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি কি কারণে মারা গেছে, তা স্পষ্ট নয়। এর আগে চলতি বছর ১৫টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে দেখা গেছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ডলফিনটির শরীরে পচন ধরায় দ্রুত সৈকতে বালুর নিচে চাপা দেওয়া হয়েছে। আমাদের টিম সার্বক্ষণিক বিচে কাজ করছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।