ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গাজীপুরে সাফারি পার্কে ২৪ দিনে ৯ জেব্রার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
গাজীপুরে সাফারি পার্কে ২৪ দিনে  ৯ জেব্রার মৃত্যু

গাজীপুর: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিভিন্ন বয়সের নয়টি জেব্রার মৃত্যু হয়েছে। গত ১ থেকে ২৪ জানুয়ারির মধ্যে জেব্রাগুলো মারা যায়।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, গত ১ থেকে ২৪ জানুয়ারির মধ্যে বিভিন্ন বয়সের নয়টি জেব্রা মারা গেছে। তবে কী কারণে এমন ভাবে জেব্রাগুলোর মৃত্যু হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। চিকিৎসকদের কেউ বলছে ব্যাকটেরিয়া, কেউ বলছে করোনা ভাইরাসে জেব্রাগুলোর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন রোগে জেব্রাগুলোর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এভাবে জেব্রাগুলোর মৃত্যু চিন্তার কারণে বটে। এর আগে এ পার্কে এমন ভাবে জেব্রাসহ অন্য কোনো প্রাণীর মৃত্যু হয়নি। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ২০ থেকে ২৫টি জেব্রা রয়েছে। এভাবে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।