ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

রাঙামাটিতে ২৬টি তক্ষক অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
রাঙামাটিতে ২৬টি তক্ষক অবমুক্ত শালবাগান এলাকায় তক্ষক অবমুক্ত

রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের শালবাগান এলাকায় বনে ২৬টি তক্ষক অবমুক্ত করা হয়েছে।  

শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরের দিকে তক্ষকগুলো অবমুক্ত করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।

ঘাগড়া বন স্টেশন কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাতে তক্ষক পাচারকালে বন বিভাগ ও সেনাবাহিনী যৌথ অভিযানে ঘাগড়া বন স্টেশন এলাকা থেকে দু’জনকে আটক করে। আটকদের শুক্রবার (০৩ ডিসেম্বর) আদালতে নেওয়া হলে তাদের কারাগারে পাঠোনোর নির্দেশ দেন বিচারক। একইসঙ্গে উদ্ধার হওয়া তক্ষকগুলো গভীর বনাঞ্চলে অবমুক্ত করারও নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা মেনে শনিবার তক্ষকগুলো অবমুক্ত করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। আটকদের নামে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।