ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বেনাপোলে মেছো বাঘ উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
বেনাপোলে মেছো বাঘ উদ্ধার রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে মেছো বাঘটিকে। ছবি: বাংলানিউজ

বেনাপোল, (যশোর): বেনাপোল সীমান্ত থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। পরে মেছো বাঘটিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ১০টায় বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পেচোড় বাওড় এলাকা থেকে মেছো বাঘটিকে উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানান, রাতে কয়েকটি শিশু তাদের বাড়ির সামনে খেলছিল। এ সময় তারা মেছো বাঘটি দেখে ভয়ে চিৎকার করতে থাকে। পরে পরিবারের লোকজন গিয়ে শিশুদের উদ্ধার করে। পরে স্থানীয়রা মেছো বাঘটি উদ্ধার ও বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।  

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বাংলানিউজকে জানান, স্থানীয়রা মেছো বাঘটি উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করেছে। উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে এবং রাতেই তাদের কাছে মেছো বাঘটি হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।