ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কুমির অবমুক্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কুমির অবমুক্ত  সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে খালে কুমির ছাড়া হয়, ছবি: বাংলানিউজ 

বাগেরহাট: সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে তিনটি কুমির খালে ছাড়া হয়েছে।  

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে বনের করমজল ও হারবাড়িয়া এলাকার খালে এ কুমির তিনটি অবমুক্ত করা হয়।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন, যুগ্মসচিব মো. আব্দুর রাজ্জাক, উপ-সচিব এএসএম ফেরদৌস, বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান, বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেনসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিতি ছিলেন।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের ৯০টি কুমির অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে এ তিনটি নিয়ে মোট ছয়টি অবমুক্ত করা হলো। গত ১৫ নভেম্বর দুপুরে হাড়বাড়িয়া এলাকায়ও তিনটি কুমির ছাড়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।