ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শরণখোলায় ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
শরণখোলায় ৭ ফুট লম্বা অজগর উদ্ধার উদ্ধার করা ৭ ফুট লম্বা অজগরটি। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় উপজেলার শরণখোলা গ্রামে থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ (পাইথন) উদ্ধার করা হয়েছে।  

রোববার (২২ নভেম্বর) দুপুরে অজগরটি উদ্ধার করে ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

 

এ সময় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন, ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার, ভিটিআরটি সদস্য মো. হাচান মুন্সী, সাগরসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দুপুরের দিকে শরণখোলা গ্রামের বাসিন্দা হানিফ সরদারের একটি বাগান থেকে অজগর সাপটি উদ্ধার করে বন বিভাগ ও ভিটিআরটির সদস্যরা। পরে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। ৭ ফুট লম্বা অজগরটির ওজন হবে আনুমানিক ৮ থেকে ১০ কেজি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।