ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সাভার থেকে উদ্ধার হওয়া ৫টি গন্ধগোকুল গাজীপুরের জাতীয় উদ্যানে অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
সাভার থেকে উদ্ধার হওয়া ৫টি গন্ধগোকুল গাজীপুরের জাতীয় উদ্যানে অবমুক্ত গন্ধগোকুল।

গাজীপুর: ৩ মাস আগে সাভার থেকে উদ্ধার হওয়া ৫টি গন্ধগোকুলের (লার্স ইন্ডিয়ান সিভিড) বাচ্চা গাজীপুরের জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ ওই বাচ্চাগুলো অবমুক্ত করেন।

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সাভার থেকে ৫টি গন্ধগোকুল এর (লার্স ইন্ডিয়ান সিভিড) বাচ্চা উদ্ধার করে। ওই সময় বাচ্চাগুলোর বাবা-মাকে লোকজন পিটিয়ে মেরে ফেলে। তখন বাচ্চাগুলোর বয়স ছিল দুই থেকে তিন দিন। পরে গন্ধগোকুলের ওই ৫টি বাচ্চা গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়। এখানে বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় গরুর দুধ খেতে দেওয়া হয়। পরে একটু বড় হলে বিভিন্ন ধরনের ফল ও মাংস খাওয়ানো হয়। এভাবে বাচ্চাগুলো তিন মাস এ পার্কে লালন-পালন করা হয়। পরে বুধবার বিকেলে গাজীপুরের জাতীয় উদ্যানে সেগুলো অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।