ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শিবগঞ্জে ভারত থেকে ভেসে আসা নীলগাই উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
শিবগঞ্জে ভারত থেকে ভেসে আসা নীলগাই উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জে ভারত থেকে নদী পথে ভেসে আসা একটি নীলগাই উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর ঠুঠাপাড়া সীমান্ত এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের কয়েকজন ঘাস কাটতে মাঠে গেলে তারা নদীর পাড়ে কাদায় আটকে থাকা অবস্থায় একটি নীলগাই দেখতে পান।

মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সমির উদ্দিনকে বিষয়টি জানানো হলে তিনি মাসুদপুর সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের জানান। পরে ঘটনাস্থল থেকে নীলগাইটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন বিজিবি সদস্যরা।  

ওই ওয়ার্ড সদস্য সমির উদ্দিন বাংলানিউজকে জানান, বিজিবির হেফাজতে থাকা নীলগাইটি বনবিভাগের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।