ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গৌরনদীতে মেছোবাঘের অসুস্থ শাবক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
গৌরনদীতে মেছোবাঘের অসুস্থ শাবক উদ্ধার মেছোবাঘের শাবকটিকে উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলা থেকে মেছোবাঘের অসুস্থ একটি শাবক উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সরিকল গ্রামের বাবুল মীরের বাড়ির একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে শাবকটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মেছোবাঘের শাবকটিকে দেখতে পেয়ে বাড়ির লোকজন সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়।

খবর পেয়ে ওই পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য (কনস্টেবল) ঈমান আলী সেখান থেকে মেছোবাঘের অসুস্থ শাবকটি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানকে অবহিত করেন।  তিনি শাবকটিকে তার অফিসে নিয়ে আসেন এবং উপজেলা পশু-সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে চিকিৎসা দেয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা খাদ্য পরির্দশক অশোক কুমার চৌধুরীর উপস্থিতিতে ওই শাবকটিকে উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।