ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পঞ্চগড়ে অসুস্থ নেপালি ঈগল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
পঞ্চগড়ে অসুস্থ নেপালি ঈগল উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড়ে অসুস্থ এক নেপালি ঈগল পাখি উদ্ধার করা হয়েছে। তবে ঈগল পাখিটি অসুস্থ হওয়ায় বোদা প্রাণিসম্পদ হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। 

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বোদা উপজেলার ধান গ্রামে ঈগলটিকে ধরে আটকে রাখে স্থানীয়রা। পরে গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঈগলটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসে।

 

চিকিৎসা দিয়ে ঈগলটিকে স্থানীয় বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবার বাড়িতে রাখা হয়। বর্তমানে পাখিটি কিছুটা সুস্থ্য। সম্পূর্ণ সুস্থ্য হলে ঈগলটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।  

এ বিষয়ে দিনাজপুর বনবিভাগীয় কর্মকর্তা আব্দুর রহমান বাংলানিউজকে জানান, ঈগলটির ইংরেজি নাম ‘স্টেপি’। বাংলাদেশে এটি ‘পরিযায়ী পাখি’। সারাবিশ্বে পাখিটি বিপন্ন। বাংলাদেশে নেপালি ঈগল নামে পরিচিতি পেলেও এটি ভারত, ভুটানসহ অন্যান্য দেশেও দেখা মেলে। ঈগলটি বনবিভাগের পর্যবেক্ষণে রয়েছে। সম্পূর্ণ সুস্থ্য হলে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।