ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কুয়াশায় ঢাকা শ্রীমঙ্গল

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
কুয়াশায় ঢাকা শ্রীমঙ্গল রাস্তায় বাতি জ্বালিয়ে গাড়ি চলছে। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: কুয়াশায় ঢাকা পড়েছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল উপজেলা। অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও দেখা নেই সূর্যের। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে মহাসড়ক দিয়ে চলাচল করছে যানবাহানগুলো।

সোমবার (১৩ জানুয়ারি) শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয় সূত্র জানায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার (১২ জানুয়ারি) শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, সোমবার সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।   

শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয়ের ইনচার্জ আবহাওয়াবিদ আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, কুয়াশা এখন বেশি হবে। কারণ আকাশের মেঘ কেটে গেছে। এই কয়দিন তো মেঘ ছিলো, এখন মেঘ নেই। শৈত্যপ্রবাহ ছিলো; সেটাও তো ধীরে ধীরে কেটে যাওয়ার কথা। ফলে কুয়াশা কিন্তু থাকবেই।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।