ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

৫ পায়ের বাছুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
৫ পায়ের বাছুর

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাঁচ পায়ের একটি বাছুরের জন্ম হয়েছে। বাছুরটি বর্তমানে সুস্থ রয়েছে।

বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মজিদ মিয়া জানান, কয়েকদিন আগে ইউনিয়নের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড সীমানার দুর্গাপুর এলাকায় নিপ্তি বাড়িতে একটি গাভী বাছুরটি প্রসব করে। যতদূর জানতে পেরেছি গাভীটি রাম নামক স্থানীয় এক ব্যক্তির।

এদিকে বাছুরটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়দের মধ্যে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে।

মো. জাহিদুল ইসলাম নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে বাছুরটির ছবি দিয়ে লিখেছেন, বাকেরগঞ্জের কলসঠিতে বিরল প্রকৃতির বাছুরের হাতের মতো একটি পা রয়েছে, সর্বসাকূল্যে বাছুরটির ৫টি পা। বাছুরটি দেখতে প্রতিদিন মানুষের ভিড় জমে।

ছবিতে বাছুরটির সামনের ডানদিকের পায়ের ওপর দিকে ডানার মতো একটি পা রয়েছে। এটি একটি অদ্ভুত ঘটনা উল্লেখ করে স্থানীয়রা জানান, এলাকায় আগে কখনও এধরনের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।