ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

অস্ট্রেলিয়ায় দেখা মিললো বিরল সাদা কুমির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
অস্ট্রেলিয়ায় দেখা মিললো বিরল সাদা কুমির বিরল সাদা কুমির

ঢাকা: অস্ট্রেলিয়ায় দেখা মিললো বিরল এক সাদা কুমির। দেমটির উত্তরাঞ্চলের অ্যাডিলেড নদীতে এ সরীসৃপটির প্রথম দেখা দেখা মেলে রোববার (১২ নভেম্বর)। স্থানীয়রা এর নাম দিয়েছে পার্ল।

প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে উৎসাহী এক ব্যক্তি, যিনি কুমিরটিকে দেখেছিলেন, তার ধারণা পূর্ণবয়স্ক এ কুমিরটি প্রায় ১০ ফুট লম্বা।

প্রাণী বিশেষজ্ঞরা জানান, কোনো সরীসৃপের এমন ফ্যাকাশে চেহারা হাইপোমেলানিসের কারণে হয়।

এদের রঞ্জক কোষে মেলানিন কম থাকে।
বিরল সাদা কুমির
স্থানীয়দের বিশ্বাস, এই কুমিরটির সঙ্গে তাদের পরিচিত একই ধরনের হাইপোমেলানিস্টিক কুমিরের সঙ্গে কোনো যোগ আছে, যেটি ২০১৪ সালে এক জেলেকে হত্যা করে।

অস্ট্রেলিয়ার অধিকাংশ কুমির ধূসর ও সবুজ রঙের হয়। তবে কখনো-সখনো ডিমে তা দেওয়া কিংবা ডিম থেকে বাচ্চা ফোটার সময় কোনো অসুবিধার কারণে হাইপোমেলানিজমের শিকার হয়। যে কারণে ভিন্ন রং ধারণ করে কুমির।

গবেষকদের মতে, ডিম তা দেওয়ার সময় বাসা যদি বেশি মাত্রায় গরম হয় তাহলে কোষ গঠনে গণ্ডগোল দেখা দেয় এবং ত্বকে পরিবর্তন দেখা দেয়। যে কারণে পরিবর্তন হয়ে যায় রঙে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।