ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মৌলভীবাজারে ৩ পাচারকারী আটক, ৪ সাপ উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
মৌলভীবাজারে ৩ পাচারকারী আটক, ৪ সাপ উদ্ধার তিন সাপপাচারকারী, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার : মৌলভীবাজার বন্যপ্রাণি রেঞ্জ সাপ বিক্রয় ও পাচারের সময় ৩ পাচারকারীকে আটক করেছে। এ সময় তাদের সঙ্গে থাকা বিরল প্রজাতির ৪টি সাপ উদ্ধার করা হয়। 

এর একটি দুধরাজ সাপ (Common Trinket Snake), একটি দেশি ধারাজ (Indian Rat Snake) এবং দুটি কালো গোখরা বা পদ্মগোখরা (Monocellate Cobra)।  

মৌলভীবাজার বন্যপ্রাণি রেঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার পুটিয়াছড়া চা বাগান এলাকা থেকে তিন সাপপাচারকারীকের আটক করা হয়।

তারা হলেন রুবেল (২২), আনোয়ার (২২) ও নজরুল (২৫)। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার সোনাপুর গ্রামে।  

মৌলভীবাজার বন্যপ্রাণি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, স্থানীয় বিজিবি-৪৬ ব্যাটালিয়নের সহযোগিতায় এই ঝটিকা অভিযান চালিয়ে পাচারকারীদের হাতেনাতে আটক সম্ভব হয়।

এ সময় তাদের সাথে ব্যাগের মধ্যে থাকা ৪টি বিরল প্রজাতির সাপ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ্যের অনুমতি সাপেক্ষে ওই ৪টি সাপকে শিগগিরই অবমুক্ত করা হবে বলে জানান  সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।  

বাংলাদেশ সময় ০১১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৭
বিবিবি/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।