ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সাভারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
সাভারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

সাভার (ঢাকা): ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’- স্লোগানে সাভারে পালিত হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান।

তিনি দেশের মানুষকে পশুপালনের উৎসাহ দেন এবং প্রাণিসম্পদের বিষয়ে সরকারের বিশেষ গুরুত্বের কথা জানান।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ ফজলে রাব্বী মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার পৌর মেয়র হাজি আব্দুল গনীসহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।