ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গরু নিয়ে মজার সব তথ্য

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৩
গরু নিয়ে মজার সব তথ্য

ঢাকা: গরু আমাদের সবার পরিচিত একটি প্রাণী। প্রাণীকূলের মধ্যে নিরীহও বটে।

  কিন্তু গরু সম্পর্কে আমরা অনেক তথ্যই জানিনা। তবে চলুন জেনে নেই গরু সম্পর্কে অনেকেরই কিছু অজানা ও মজার তথ্য।

মাত্র দেড়শ’ বছরে কিছু বেশি সময় অর্থাৎ ১৮৫০ সালের আগে প্রায় প্রতিটি পরিবারই গরু পালন করতো। পৃথিবীর সবচেয়ে বেশি গরু আছে ভারতে।

একটা গাভী তার জীবদ্দশায় মোটামুটি ২০-৩৫ লাখ গ্লাস দুধ উৎপাদন করতে পারে। তবে সেটা অবশ্যই নির্ভর করে গরুর জাতের উপর।

আজব হলে সত্য একটি গরু একা একা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে, কিন্তু নামতে পারে না। ।
একটি গরু একদিনে প্রায় ১৪বার ওঠাবসা করে।

একটি গরু দিনের ৬-৭ ঘণ্টা খাবার খেয়ে ও প্রায় ৮ ঘণ্টা সেই খাবার জাবর কেটে কাটায়! প্রতিটি গরু দিনে প্রায় ৩৫ গ্যালন পানি খেতে পারে।

গরুর গন্ধশক্তি কিন্তু প্রবল। । প্রায় ৬ মাইল দূর থেকে কোনো কিছুর গন্ধ পেতে পারে একটি গরু!

একটা গাভীর একদিনে সবচেয়ে বেশি দুধ দেওয়ার রেকর্ডটি  রয়েছে আরবি ব্লানকা নামের একটি গাভীর দখলে। ব্লানকা একদিনে ২৪১ পাউন্ড দুধ দিয়ে রেকর্ডটি নিজের দখলে নেয়! কিউবার এই গরুটি বেঁচে ছিল ১৯৭২-১৯৮৫ সাল পর্যন্ত।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি দিন বাঁচা গরুটির নাম হলো বিগ বারথা। বারথা তার ৪৯তম জন্মদিনের ৩ মাস আগে মারা যায়। জীবদ্দশায় বারথা জন্ম দিয়েছে ৩৯টি বাছুর। আর তার কল্যাণে চ্যারিটি ফান্ডে জমা পড়েছে ৭৫ হাজার মার্কিন ডল‍ার বা ৫৮ লাখ টাকার বেশি। আয়ারল্যান্ডে জন্ম নেওয়া এই গরুটির জন্ম ১৯৪৫ সালে। মারা যায় ১৯৯৩ সালে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৩
এএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।