ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

দক্ষিণ সুনামগঞ্জে মেছোবাঘের বাচ্চা আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩

সুনামগঞ্জ: রোববার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এক হাঁস ব্যবসায়ীর খাচাঁয় একটি মেছোবাঘের বাচ্চা ধরা পড়েছে।

হাঁস ব্যবসায়ীর সন্দান মিয়া উপজেলার পাথারিয়া ইউনিয়নের তালুকগাঁও  গ্রামের মৃত রফু মিয়ার ছেলে।



স্থানীয়রা জানান, বাঘের বাচ্চাটি গত ২/৩ বছর ধরে এ এলাকার ৪/৫টি গ্রামের ২০ জন হাঁস ও মুরগি ব্যবসায়ীর খামারের হাঁস ও মুরগি খেয়ে আসছিল।

এ সমস্যা থেকে মুক্ত হতে হাঁস ব্যবসায়ী  সন্দান মিয়া একটি লোহার ফাঁদ পেতে বাঘের বাচ্চাটিকে আটক করেন।

সুনামগঞ্জ  রেঞ্জের অফিসার সৈয়দ মাহমুদুল্লাহ মেছোবাঘের বাচ্চা আটকের বিষয়টি নিশ্চিত করে বেলা  ৩টায় বাংলানিউজকে জানান,  বাঘের বাচ্চাটিকে উদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়টি  উর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।