ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমছে না ঠান্ডা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমছে না ঠান্ডা কুয়াশায় ঢাকা প্রকৃতি

পঞ্চগড়: মাঘের শীতে কাঁপছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়। তাপমাত্রার পারদ ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও পাহাড়ি হিম বাতাস ও ঘনকুয়াশায় ঢাকা পড়ে আছে জেলার চারপাশ।

 

বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। এতে কনকনে ঠান্ডার তীব্রতা বাড়ায় ব্যস্ততম রাস্তাঘাটে মানুষের উপস্থিতি অনেকটা কম লক্ষ্য করা গেছে। একই সঙ্গে দিনের আলোতে বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি আকাশে মেঘ থাকায় কুয়াশার তীব্রতা বেড়েছে।

সকালে কথা হয় পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকার আমিনার রহমানের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, গতকালের থেকে আজ অনেকটা বেড়েছে শীতের তীব্রতা। কনকনের ঠান্ডার কারণে ঘরের বাইরে থাকা যাচ্ছে না।

রাসেদুল ইসলাম নামে এক পথচারী বাংলানিউজকে বলেন, নিয়মিত সকালে হাঁটাহাঁটি করি। গেল কয়েকদিন তেমন ঠান্ডা অনুভূত না হলেও, আজ অনেকটা বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টির মত কুয়াশা পড়তে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, শনিবার সকাল ৬টায় ১২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হলেও সকাল ৯টায় তা কমে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে ঠান্ডা বাতাসের সঙ্গে আকাশে মেঘ থাকায় কুয়াশা বেড়েছে জেলা জুড়ে।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।