ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

খাগড়াছড়িতে পাচারকালে ৬ পাহাড়ি ময়না উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
খাগড়াছড়িতে পাচারকালে ৬ পাহাড়ি ময়না উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পাচারকালে ছয়টি পাহাড়ি ময়না উদ্ধার করেছে খাগড়াছড়ি বন বিভাগ।

শুক্রবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

 

পাখি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইন।  

তিনি বলেন, পাহাড়ি ময়নাগুলো খাগড়াছড়ি থেকে ফেনীতে একটি চক্র পাচার করছিল। অভিযান চালিয়ে যাত্রীবাহী ফেনীর বাস থেকে ছয়টি ময়না উদ্ধার করি। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। ময়নাগুলো রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।