ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নীলফামারীতে চৈত্রের সকালে মাঘের কুয়াশা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
নীলফামারীতে চৈত্রের সকালে মাঘের কুয়াশা!

নীলফামারী: ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নীলফামারীর জনপদ। সেই সঙ্গে মেঘলা আকাশ।

চৈত্রের মাঝামাঝি এসে প্রকুতির এ অবস্থায় চিন্তিত জেলার মানুষ।  

রোববার (৩১ মার্চ) ভোর থেকে বেলা ১০টা পর্যন্ত এ অবস্থা বিরাজ করে। এরপর আকশ পরিষ্কার হলেও কুয়াশার প্রভাব লক্ষ্য করা যায়।

জেলার সৈয়দপুরের চৌমহনী এলাকার সুরেশ রায় (৭০) জানান, আমার এতটা বয়স হলো কোনোদিন এরকম আবহাওয়া দেখেনি। চৈত্র মাসে খরায় পুড়ে প্রকৃতি। একটুখানি ছায়ার জন্য মানুষজন গাছতলায় আশ্রয় নেয়। কিন্তু এখন দেখছি সম্পূর্ণ উল্টো।  

সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়া গৃহবধূ আলেয়া খাতুন (৬৪) জানান, আজ সকালে পানি দিয়ে ঘর ধোয়ার পর সহজে শুকাচ্ছে না। ঘর থেকে ঘাম ঝরছে। এর কারণ বুঝতে পারছি না।  

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আবহাওয়ায় এখন বৈরী প্রভাব বিরাজ করছে। চৈত্রের প্রচণ্ড গরমে পরিবর্তে কুয়াশা পড়ছে আর শীত অনুভূত হচ্ছে। এতে করে মানুষের অসুখ-বিসুখ বাড়তে পারে।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।