ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কিছুটা বাড়লেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
কিছুটা বাড়লেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়!

পঞ্চগড়: গত শুক্রবার থেকে উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে কখনো তীব্র শৈত্য প্রবাহ আবার কখনো মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাতে বেড়েছে শীতের তীব্রতা।

এদিকে বেলা গড়িয়ে সকাল ১০টা বাজলেও দেখা মেলেনি সূর্যের। তবে অব্যাহত রয়েছে পাহাড়ি হিম বাতাস।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৯টায় সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  

এদিকে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শীত থাকলেও কুয়াশার পরিমাণ কিছুটা কমেছে।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, ৩১ জানুয়ারি ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী- বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর দেশের অন্য এলাকায় মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া স্বাভাবিক থাকবে। এ মৌসুমে বর্তমান শৈত্য প্রবাহ কেটে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে। এরই মধ্যে অনেক এলাকায় শৈত্য প্রবাহ কেটে গেছে।

যেহেতু তেঁতুলিয়া পঞ্চগড় শীত প্রবণ এলাকা, তাই এ জেলায় শৈত্য প্রবাহ কাটতে আরও দুই-তিনদিন লাগতে পারে। আর রাতের তাপমাত্রা এক-দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।