ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

খুলনায় ২০ পরিযায়ী পাখি শিকারের দায়ে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
খুলনায় ২০ পরিযায়ী পাখি শিকারের দায়ে জরিমানা

খুলনা: খুলনায় ২০টি পরিযায়ী পাখি শিকার ও বিক্রির দায়ে সরোয়ার গাজী নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব পরিযায়ী পাখির মধ্যে রয়েছে ডোমকুর ১৯টি ও একটি হাঁস পাখি।

বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনার আড়ংঘাটা বাইপাস সড়কে টহলের সময় আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান ২০টি পরিযায়ী পাখিসহ সরোয়ার গাজীকে আটক করেন। পরে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এস এম আশিস মোমতাজ পাখি বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এসিল্যান্ড আশিস মোমতাজ বাংলানিউজকে বলেন, ২০টি পরিযায়ী পাখি শিকারের দায়ে একজনকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৮ (১) ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিযায়ী পাখিগুলোকে ঘোড়ার দ্বারা স্লুইচগেট এলাকায় অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।