ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নওগাঁর জবই বিলের ৪ স্থানকে অভয়াশ্রম ঘোষণা, মাছ ধরা নিষিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
নওগাঁর জবই বিলের ৪ স্থানকে অভয়াশ্রম ঘোষণা, মাছ ধরা নিষিদ্ধ

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহাসিক জবই বিলের চারটি স্থানকে মাছের জন্য অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভয়াশ্রমগুলোতে মাছ ধরা ও জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

গত ১১ এপ্রিল সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন লিখিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঐতিহাসিক জবই বিলের মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য জবই বিলের মাহিল বিলের একটি অংশ, কালিন্দা বিলের একটি অংশ এবং ডুমরইল বিলের প্রথম ও দ্বিতীয় অংশকে মা মাছের জন্য অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। মা মাছ আহরণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার জন্যই এমন আদেশ জারি করা হয়েছে।

তিনি আরও জানান, এ অবস্থায় ফৌজদারি কার্যবিধি ১৩৩ ধারা মোতাবেক জবই বিলের অভয়াশ্রম এলাকায় মৎস্য আহরণ ও অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ এ আদেশ অমান্য করে ওইসব স্থানে মাছ ধরলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।