ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নাটোরে বিরল প্রজাতির মাছ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
নাটোরে বিরল প্রজাতির মাছ

নাটোর: নাটোরে বিরল প্রজাতির একটি মাছ পাওয়া গেছে।
 
বুধবার সকালে নাটোর সদর উপজেলার রামপুর গামে সুদেব কুমার সরকার তার বাড়ির পুকুরে মাছ ধরতে গেলে জালে এ মাছটি ধরা পড়ে ।



মাছটি কোথা থেকে এসেছে তা কেউ বলতে পারছে না।

মাছের গায়ে সাদাকালো সাপের মত চামড়া রয়েছে। দেখতে প্লাস্টিকের মাছের মতো । বিড়ালের চোখের মতো দেখতে চারটি চোখ, পাখনাগুলো বেশ বড় ।

নাটোর জেলা মৎস্য কর্মকর্তা বাংলানিউজকে জানান, বিরল এই মাছটির নাম নাস সাকার ফিস। এই মাছগুলো অ্যাকুরিয়ামে রাখা যায়।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
প্রতিবেদন: স্বপন দাস
সম্পাদনা: মো. মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।