ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ঠাকুরগাঁওয়ে গ্রামবাসী পিটিয়ে মারলো মেছো বাঘটিকে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১২
ঠাকুরগাঁওয়ে গ্রামবাসী পিটিয়ে মারলো মেছো বাঘটিকে

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার কালিকাগাঁও গ্রামে একটি মেছোবাঘকে সোমবার সকাল ৯টার দিকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেছে।

এলাকাবাসী জানায়, রোববার বিকালে কালিকাগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক একটি ভুট্টা ক্ষেতে মেছোবাঘটি দেখতে পান।

এরপর রাতে বাঘটির ডাক শুনে এলাকাবাসী ভয় পায়।

সকালে স্থানীয়রা বাঘটিকে ভুট্টা ক্ষেতে খুঁজতে থাকলে ওই মেছোবাঘটি রফিক উদ্দিনের বাড়িতে ঢুকে যায়। পরে এলাকাবাসী বাঘটিকে ঘিরে ফেলে আটক করে লাঠিসোটা দিয়ে প্রাণীটিকে পিটিয়ে হত্যা করে।

এখবর চারদিক ছড়িয়ে পড়লে বাঘটিকে একনজর দেখতে সেখানে শতশত মানুষ ছুটে যায়।

সকাল ১০টায় স্থানীয় বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে মৃত বাঘটিকে উদ্ধার করে নিয়ে প্রাণীসম্পদ বিভাগে নিয়ে আসে।

ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জার এমএ রশিদ মন্ডল ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মেছোবাঘটি উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১২

প্রতিবেদন: ফিরোজ আমিন সরকার ; সম্পাদনা: তানিয়া আফরিন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।