ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বরগুনায় ২টি তক্ষকসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
বরগুনায় ২টি তক্ষকসহ আটক ১

বরগুনা: বরগুনায় দু’টি জীবিত তক্ষক পাচারকালে মো. সাইদুর রহমান গাজী নামে এক ব্যক্তিকে (৫৬) আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৪ জানুয়ারি) দিনগত রাতে জেলার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে আমতলী আমলি আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক সাইদুর রহমানের বাড়ি বরগুনার আমতলী উপজেলার চাওলা ইউনিয়নের বৈঠাকাটা গ্রামে।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খান জানান, সাইদুল রহমান দীর্ঘদিন ধরে তক্ষক বিক্রি করে আসছিলেন। যা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। খবর পেয়ে ডিবি পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার বসতঘরের বারান্দায় রক্ষিত একটি বাক্সে দু’টি জীবিত তক্ষক পাওয়া যায়।  

উদ্ধারকৃত তক্ষকের (ইংরেজি নাম Gecko, বৈজ্ঞানিক নাম Gekko geck), আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছেন ডিবির এ কর্মকর্তা।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় সাইদুর রহমানের নামে আমতলী থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।