ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে গাইবেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে গাইবেন রুনা লায়লা রুনা লায়লা

প্রথম সিজনে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে দেয় কোক স্টুডিও বাংলা। দেশ-বিদেশ থেকে আসতে থাকে নতুন নতুন গানের অনুরোধ।

একটি সফল আয়োজন শেষ করে সাউথ এশিয়ার জনপ্রিয় এই স্টুডিও। এবার আসবে এর দ্বিতীয় সিজন।

জানা যায়, জানুয়ারিতে শুরু হবে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। ইতোমধ্যেই আয়োজক কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে।

এ বিষয়ে আরো জানা যায়, আসছে সিজনে কোক স্টুডিওর মঞ্চে দেখা যাবে উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লাকে। খবরটি নিশ্চিত করেছেন রুনা লায়লা নিজেই।

কোক স্টুডিওর উদ্যোগকে খুব চমৎকার উল্লেখ করে রুনা লায়লা বলেন, এর মাধ্যমে দেশের অনেক মেধাবী শিল্পী উঠে আসার সুযোগ তৈরি হবে। এটি হওয়ায় ভালো হয়েছে।

নতুন সিজনে সংগীতায়োজন করছেন সংগীত পরিচালক অর্ণব ও ইমন চৌধুরী। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলার প্রথম সিজন। আট মাসে ১০টি গান দিয়ে প্রথমবারের মতো ইতি টানা হয় প্রথম সিজনের।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।