ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউডের সিনেমায় সালমান খানের ভাগ্নি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
বলিউডের সিনেমায় সালমান খানের ভাগ্নি! ভাগ্নি আলিজে অগ্নিহোত্রির সঙ্গে সালমান খান

বলিউডে পা রাখলেন সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রি। ইতোমধ্যেই সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই নবাগতা।

বলিউডের বিনোদনের ওয়েবসাইট পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র রূপায়নকারীর সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন আলিজে। এটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৌমেন্দ্র পাডি। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে সিনেমাটি।

নাম ঠিক না হওয়া এ সিনেমার মুখপাত্র আলিজের অভিষেকের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমটিকে। ওই ব্যক্তি জানান, অফবিট ঘরানার চিত্রনাট্য দিয়ে বলিউড ক্যারিয়ার শুরু করেছেন আলিজে।

বলিউডে পা রাখার জন্য অনেক দিন ধরেই নিজেকে প্রস্তুত করছেন আলিজে। প্রয়াত কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খানের কাছেও প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

সালমান খানের বোন আলভিরা খান এবং অতুল অগ্নিহোত্রির কন্যা আলিজে। সালমানের পারিবারিক অনুষ্ঠানে মাঝেমধ্যেই দেখা যায় তাকে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।