ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বসুন্ধরা কনভেনশনের মঞ্চে উষ্ণতা ছড়ালেন নোরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
বসুন্ধরা কনভেনশনের মঞ্চে উষ্ণতা ছড়ালেন নোরা

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির ঢাকায় আগমন নিয়ে উচ্ছ্বসিত ছিল তার ভক্তরা। নানা জল্পনা-কল্পনা আর অনিশ্চয়তা দূর করে দিয়ে শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকায় পা রাখেন এই বলিউড তারকা।

 

এদিন রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে রাত ৯টার দিকে দেখা মেলে বলিউড সুন্দরীর নোরার। হাত নেড়ে সবার ভালোবাসায় সাড়া দিয়ে মঞ্চে পা রাখেন তিনি৷ 

‘দিলবার’ গানের তালে তালে মঞ্চে উঠেই নোরা জানান ঢাকায় আসার উষ্ণ অনুভূতির কথা। নোরা বলেন, ‘শুভ সন্ধ্যা, আমি খুবই খুশি বাংলাদেশে এসে। আমি আনন্দিত এবং গর্বিত। দ্বিতীয়বারের মতো ঢাকায় এলাম। ঢাকায় আসাটা সব সময় আমার জন্য আনন্দের। আপনাদের উষ্ণ ভালোবাসায় আমি মুগ্ধ। ’

নোরা ফাতেহি নারীদের শিক্ষার দিকটিতে জোর দিয়ে বলেন, ‘যেহেতু এই অনুষ্ঠানটি ওমেন এমপাওয়ারমেন্ট নিয়ে। ফলে আমি বলব, মেয়েদের শিক্ষাটা জরুরি। শিক্ষা হলে মেয়েদের উন্নতি হয়। তো মেয়েদের উচিত এদিকটাতে নজর দেওয়া। আমি নারীদের এগিয়ে যাওয়াকে গর্ব হিসেবে গ্রহণ করি। নারীদের নিয়ে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে৷ আজ শুধু এটুকুই বলতে চাই নিজের স্বপ্ন পূরণে সাহস এবং শক্তি রেখে সামনে এগিয়ে যান। '

এসময় বাংলাদেশে আমন্ত্রণ পেয়ে তিনি ধন্য বলে অনুভূতি প্রকাশ করেন। নোরা বলেন, 'আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। এরকম আয়োজনে আমি বারবার বাংলাদেশে আসতে চাই। '

সংক্ষিপ্ত বক্তব্য শেষে নোরা ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা।

তবে অনুষ্ঠানে আগত দর্শকদের প্রত্যাশা ছিল, নোরা হয়তো পুরস্কার দেওয়া শেষ হলেই মঞ্চে কোমর দোলাবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। কোনো নাচে অংশ নেননি বলিউডের এই আইটেম গার্ল। এতে হতাশ হয়েছেন দর্শকরা।

উল্লেখ্য, এক দিনের সফরে ঢাকায় এসেছেন নোরা। ফিরে যাবেন শনিবার (১৯ নভেম্বর) সকালে। অনুষ্ঠানস্থলে নোরার কার্যক্রমের ভিডিও ধারণের মাধ্যমে তথ্যচিত্র নির্মাণ হবে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।