ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ম্যাজিক বাউলিয়ানায়’ সেরা ঢাকার শফিউল বাদশা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
‘ম্যাজিক বাউলিয়ানায়’ সেরা ঢাকার শফিউল বাদশা

ঢাকা: অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’-এর গ্র্যান্ড ফিনালে।  

এ রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসরে সেরার শিরোপা জিতেছেন ঢাকার শফিউল বাদশা।

এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন নেত্রকোণার ফকির চান এবং ব্রাহ্মণবাড়িয়ার অর্ণব ভট্টাচার্য হয়েছেন তৃতীয়।

প্রথম স্থান অর্জনকারী শফিউল বাদশা পেয়েছেন ৫ লাখ টাকা। ২য় ও ৩য় স্থান অর্জনকারী যথাক্রমে পেয়েছেন ৩ লাখ এবং ২ লাখ টাকা।

এছাড়াও বাকি সেরা ৬-এ আছেন জামালপুরের সাইফুল ইসলাম, কুষ্টিয়ার অর্পা খন্দকার চাঁদনী এবং জয়পুরহাটের ঐশী রাণী দৃষ্টি।  

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে আয়োজন করা হয় ঝলমলে এক অনুষ্ঠানের। রোববার (১৩ নভেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হয় ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’-এর গ্র্যান্ড ফিনালে।  

‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’-এর ওয়ারড্রোব পার্টনার হিসেবে ছিল দেশাল।

প্রায় ৭ মাস ধরে চলতে থাকা প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছিলেন সারাদেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী। তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কী- এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচারকরা সেরা প্রতিযোগীকে নির্বাচিত করেন।  

বিচারক হিসেবে গুরুদায়িত্ব পালন করেছেন লোকগানের শিল্পী বাউল শফি মণ্ডল, শাহনাজ বেলী এবং আরিফ দেওয়ান।

ভবিষ্যৎ প্রজন্মের সাথে বাউল গানের সংযোগ আরো দৃঢ় করতে আর্কাইভ হিসেবে ‘ম্যাজিক বাউলিয়ানায় পরিবেশিত লোকগানের শুদ্ধ সংকলন-১’ বইটির মোড়ক উন্মোচন করেন বিশেষ অতিথি উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মোহাম্মদ সাঈদ এবং বইটির গবেষক ও সম্পাদক, বাংলা একাডেমির উপপরিচালক তপন বাগচী।  

অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সেইসাথে সেরা ৬ প্রতিযোগীর সঙ্গে গান পরিবেশন করেন বরেণ্য অভিনেতা চঞ্চল চৌধুরী।  

এছাড়াও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মিডিয়াকম, সান কমিউনিকেশনস ও স্কয়ার গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।

দর্শকদের সুবিধার্থে ম্যাজিক বাউলিয়ানার এ পর্যন্ত প্রচারিত সবকটি পর্বই ইউটিউবে নিজস্ব চ্যানেলে সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ।
 
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।