ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অন্তর্জালে ‘নিস্তব্ধ নিথর চারিদিক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
অন্তর্জালে ‘নিস্তব্ধ নিথর চারিদিক’

অন্তর্জালে প্রকাশ হয়েছে গীতিকবি জাকারিয়া জালালের দ্বিতীয় মৌলিক গান ‘নিস্তব্ধ নিথর চারিদিক’। সম্প্রতি ওয়াইবিটসের ব্যানারে ইউটিউবে প্রকাশিত হয়েছে এটি।

‘নিস্তব্ধ নিথর চারিদিক’র সংগীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান। রাগাশ্রিত ধারার গানটিতে কন্ঠ দিয়েছেন শিল্পী মৃদুলা সমাদ্দার। চিত্রায়ন করেছেন পর্বত রায়হান।  

একাকী সময়ে যারা কবিতা শোনেন, নিস্তব্ধতা যাদের আকর্ষণ করে, তাদের মনের প্রশান্তির খোরাক হবে এই গান, এমনটি বিশ্বাস সংশ্লিষ্টদের।

নিজের কাজ প্রসঙ্গে জাকারিয়া জালাল বলেন, এই গানটা একটা কাব্যের চেয়ে কম নয়। গীতিকারকে এই ভূয়সী সম্মান দিয়েছেন এই গানের রুপকার ইউসুফ আহমেদ খান। একটা গান কতটা দরদ দিয়ে গাইতে হয়, তার উজ্জল উদাহরণ দিয়েছেন মৃদুলা সমাদ্দার, তার অনিন্দ্য সুন্দর গায়কী দিয়ে।  

ইউটিউবে পাঁচ মিনিট সময় নিয়ে কাজের ভালোমন্দ বিবেচনা করে নকল আর রিমেকের যুগে বাংলা মৌলিক গানের পাশে থাকার আহবান জানিয়েছেন এই গীতিকবি।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।