ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যৌথ প্রযোজনার ‘স্পর্শ’তে নিরব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
যৌথ প্রযোজনার ‘স্পর্শ’তে নিরব অভিনেতা নিরব

সত্তরের দশক থেকেই বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশ যৌথভাবে সিনেমা প্রযোজনা করে আসছে। নব্বইয়ের দশকেও যৌথ প্রযোজনায় একাধিক সিনেমা নির্মিত হয়েছে।

তবে ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের হিড়িক পড়ে যায়। এই সময়ে ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘শিকারি’, ‘নবাব’, ‘বস ২’, ‘বাদশা’র মতো হিট সিনেমা নির্মিত হয়েছে।

আবারো যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ ও কলকাতা। বাংলাদেশের অ্যাকশন কাট ও কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন যৌথভাবে ‘স্পর্শ’ নামের সিনেমা নির্মাণ করবে।

জানা যায়, এর মধ্যে বাংলাদেশি অংশের পরিচালক অনন্য মামুন। সিনেমাটিতে নায়ক হিসেবে তিনি অভিনেতা নিরবকে চুক্তিবদ্ধ করেছেন।  

এ বিষয়ে নিরব বলেন, আমার পাশাপাশি বাংলাদেশ থেকে আরো একজন নায়িকা থাকবেন। কলকাতা থেকেও নায়ক-নায়িকা নেওয়া হবে। সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ চলছে এখন। আমরা আশা করছি, ডিসেম্বরের শেষের দিকে শুটিং শুরু করতে পারব। তখন সব কলাকুশলীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।